বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমনের অনুমোদনে নতুন নেতৃত্বের সূচনা হয়।

 

আজ ৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (Bangladeshi Nationalist Diaspora Alliance) BNDA এর নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন।

 

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

মোহাম্মদ আলী চৌধুরীকে আহবায়ক ও শাহ যোবায়েরকে সদস্য সচিব এবং ছায়েফ আহমেদ সুইটকে সিঃ যুগ্ম আহবায়ক করে বহিঃ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রবাসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী দেশপ্রেমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি প্রবাসে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

 

তিনি আরও বলেন, প্রবাসের তরুণ ও অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতাদের সমন্বয়ে এই কমিটি ভবিষ্যতে বহিঃ বিশ্বে জাতীয়তাবাদী দলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বৈশ্বিক প্লাটফর্মে আরো শক্তিশালী করতে কাজ করবে।

 

সংগঠনের সূত্র জানায়, তাদের সামাজিক স্লোগান “জাতীয়তাবাদের চেতনায়, প্রবাসীদের ঐক্যে” তাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

 

তাদের বিশ্বাস- “বাংলাদেশী জাতীয়তাবাদ” শুধু একটি রাজনৈতিক আদর্শ নয়; এটি আমাদের সার্বভৌমত্ব, সাংস্কৃতিক পরিচয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যের মূল ভিত্তি। সেই বিশ্বাস থেকেই আমরা প্রবাসী বাংলাদেশীদেরকে একত্রিত করে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছি, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা সর্বদা অগ্রাধিকার পাবে।

BNDA-এর মূল লক্ষ্য হলো জাতীয়তাবাদের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া, প্রবাসী বাংলাদেশীদের জন্য সমর্থনমূলক উদ্যোগ গ্রহণ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদাকে সমুন্নত রাখা।

 

তাদের গবেষণা, প্রকাশনা, সাংস্কৃতিক কার্যক্রম, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য পূরণে অঙ্গীকারবদ্ধ। একইসাথে তারা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ভাষার সংরক্ষণ এবং প্রবাসী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী রাষ্ট্র গঠনে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

এই বিভাগের আরো খবর