দুর্গাপুরে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর (শুক্রবার) রাতে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন ২১ ডিসেম্বর (শনিবার) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ লোকমান আলী (৬৩) ৩নং পানানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বেলঘড়িয়া গ্রামের মৃত জামির প্রামাণিকের ছেলে। ২. মোঃ ইসরাফিল আলম (২৫), দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং সিংগা পশ্চিমপাড়া গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুর্গাপুর থানায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ০২, জিআর নং- ১৩৩/২৪) তাদের নাম অন্তর্ভুক্ত ছিল। মামলায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, পেনাল কোড এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে বেলঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা লোকমান আলীকে গ্রেফতার করা হয়।
একই রাতে ১১টা ৩০ মিনিটে সিংগা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইসরাফিল আলমকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ (২১ ডিসেম্বর) যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।