বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভেকু মেশিনের চাকায় পিষ্ঠ করে হত্যা মামলার ৫ নং আসামী গ্রেফতার

রাজশাহীর মোহনপুরে জমি দখল করে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২২) নামের এক যুবককে ভেকু মেশিন দিয়ে পিষে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নং আসামি বিপ্লব হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১০ (ফরিদপুর) এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর থানাধীন বড় পালসা গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাদী রফিকুল ইসলামের জমিতে জোরপূর্বক পুকুর খনন শুরু করে একদল প্রভাবশালী চক্র। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার ছেলে ভিকটিম আহমেদ জুবায়ের পালশা পূর্ব বিলে নিজেদের জমিতে যান।

সেখানে ভেকু মেশিন দিয়ে জমি খনন করতে দেখে জুবায়ের ও তার পিতা বাধা প্রদান করেন এবং খননের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা জুবায়েরকে টেনে হিঁচড়ে ভেকু মেশিনের চাকার সামনে ফেলে দেয় এবং তার শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী লোকজন তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভিকটিমের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৮/১২/২০২৫)।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ৫ নং আসামি বিপ্লব হোসেনকে ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর