বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পাস আবু সাঈদ চাঁদ, মামলা ৫৩টি

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তার হলফনামায় শিক্ষাগত যোগ্যাতা দিয়েছেন এসএসসি পাস। পেশা- কৃষি ও ব্যবসা।

তিনি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক। আগে তিনি চারঘাট উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার আগে তিনি উপজেলার সলুয়া ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিলেন। হলফনামায় তিনি তার বিরুদ্ধে মোট ৫৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে ৪৪টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং ৯টি মামলা বর্তমানে বিচারাধীন।

আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মরহুম সাত্তার প্রামানিক ও আশরাফুন্নেছা দম্পতির ছেলে। স্ত্রী মরহুম আলো আক্তার। চাঁদ তার হলফনামায় আয়কর রিটান দেওয়া মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়াও ১১ পৃষ্ঠার হলফনামার বিবরণীতে আবু সাঈদ চাঁদ কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা। তার নিজস্ব স্থাবর সম্পদের পরিমান ৫০ লাখ টাকার এবং যৌথ মালিকানায় চার কোটি ৫০ লাখ টাকার। আর অস্থাবর সম্পদ নিজের নামে ৬ লাখ ১৫ হাজার টাকার এবং স্ত্রীর নামে ১৬ লাখ টাকার। এছাড়াও সন্তানদের অস্থাবর সম্পদের পরিমান ২০ লাখ টাকার।

রাজশাহী-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক তার শিক্ষাগত যোগ্যতা বিএসএস (রাষ্ট্রবিজ্ঞান) পাস। পেশা শিক্ষকতা। তিনি হলফনামায় উল্লেখ করেছেন তার মোট সম্পদের পরিমান ২৯ লাখ ৯৬ হাজার ৯৯২ টাকার। আর বাৎসরিক আয় ১০ লাখ ১ হাজার ৪৯৯ টাকা। তার আয়ের উৎস চাকরি, ব্যবসা ও কৃষিখাত। তার অস্থাবর সম্পদের পরিমান ৩৫ লঅখ ১৫ হাজার টাকার। আর স্থাবর সম্পদ ৪৫ লাখ টাকার। এছাড়াও তার স্ত্রীর স্থাবর সম্পদ রয়েছে ৩৫ লাখ টাকার।

নাজমুল হকের বাড়ি চারঘাট উপজেলার চামটা হলিদাগাছী গ্রামে। তিনি আব্দুল হাকিম ও শামসুন্নাহার দপ্ততির সন্তান। তার স্ত্রীর নাম দুলালী খাতুন। নাজমুল হক রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ১০টি। এর মধ্যে চারটি মামলা বিচারাধীন।

রাজশাহী-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। পেশায় ব্যবসায়ী। হলফনামায় দেওয়া তার বাৎসরিক আয় তিন লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। তার স্থাবর সম্পদের পরিমান ৪৭ লাখ টাকার। আর অস্থাবর সম্পদ ২৯ লাখ ৮০ হাজার টাকার। শুকুর মহাম্মদ মন্ডল ও আনোয়ারা খাতুন দম্পতির ছেলে ইকবাল হোসেনের বাড়ি চারঘাট উপজেলার মিয়ারপুর গ্রামে।

এ আসনের আরেক প্রার্থী ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী পাস। পেশা- মৎসজীবী। তিনি বাঘা উপজেলার বাজিতপুর গ্রামের বেদান আলী ও সোনাভান বেগম দম্পতির ছেলে। তার স্ত্রীর নাম রুবিনা বেগম। তার সম্পদের পরিমান ২৬ লাখ ১৫ হাজার টাকা। বাংসরিক আয় চার লাখ টাকা। স্থাবর সম্পদ ১১ লাখ টাকার এবং অস্থাবর সম্পদ রয়েছে চার লাখ পাঁচ হাজার টাকার।

 

এই বিভাগের আরো খবর