বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আরও ১১ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনী কর্মকর্তারা বুধবার এবং বৃহস্পতিবার বিভিন্ন আসনে কাগজপত্র পর্যালোচনা করেন এবং নিয়মভঙ্গের কারণে কিছু মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন।

যশোর-১ (শার্শা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

এতে রয়েছেন মফিকুল হাসান তৃপ্তি, যিনি দলের অফিসিয়াল মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে বাতিল হয়েছেন।স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদার-এর মনোনয়নপত্র স্বাক্ষর সম্পর্কিত ত্রুটির কারণে বাতিল করা হয়।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১০ জনের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

এই বিভাগের আরো খবর