বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ

সারা দেশ শীতে কাঁপছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ১৫টি অঞ্চলে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

মৃদু শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। ভোরের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষ সকালেই কাজে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু ও প্রবীণরা। এ সময়ে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। উত্তরাঞ্চলের কিছু এলাকায় খোলা জায়গায় বসবাসকারীরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলও ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষ ও পণ্য পরিবহনে সমস্যা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, আরিচা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, বাঘাবাড়ি, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত আরও কাঁপানো হয়ে উঠছে।

আজকের (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরো খবর