বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর মহানগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মহানগর বিএনপির সভাপতি মামুনুর অর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু।
এ সময় মিজানুর রহমান মিনু বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, রাজশাহীর উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তিনি সবসময় রাজশাহীর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা স্মরণ করতেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।