বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের( বিএমডিএ) সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি (অতিরিক্ত সচিব) এর সাথে মতবিনিময় করেছেন বিএমডিএ’র কর্মকর্তাগণ ।
আজ বুধবার (০৭ জানুয়ারি) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এরআগে গতকাল বিদায়ী নির্বাহী পরিচালক মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর কাছে থেকে দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান।
পরিচিত সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, প্রকৌশলী জিন্নুরাইন খান, প্রকৌশলী শিবির আহমেদ, মোঃ আতিকুর রহমান, মোঃ সৈয়দ জিল্লুর বারী, মোঃ মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি, মোঃ মতিউর রহমান, মোঃ তোফাজ্জল আলী সরকার, মোঃ এনামুল কাদিরসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অনান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব আবুল হায়াত মো: রফিক’র স্বাক্ষরিত আদেশে অবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসিকে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে কৃষি মন্ত্রনালয় এর অধীনস্থ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।