আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় আহবায়ক তাজ উদ্দীনকে।
২০ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এনামুল হককে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী সেলিম রেজা ও সদস্য সচিব মাও. মোহা. আবুল হোসেনের স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য মাও. আবু ত্বহা, রাজশাহী জেলা সদস্য সচিব কাজি মো নুরুল আলম, রাজশাহী মহানগরের আহবায়ক আবিদ হাসান মুন্না, সদস্য সচিব ফরহাদুল ইসলাম, নওগাঁ জেলার আহবায়ক মুহাম্মাদ সিকান্দার আলী, সদস্য সচিব আমিনুল ইসলাম, জয়পুরহাট জেলার আহবায়ক লোকমান হোসাইন, সদস্য সচিব শহিদুল ইসলাম, বগুড়া জেলার আহবায়ক জাকারিয়া, সদস্য সচিব একরামুল হক, সিরাজগঞ্জ জেলার আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব নূরনবী হোসাইনী, চাপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক আসাদুজ্জামান, সদস্য সচিব দুরুল আলম, পাবনা জেলার আহবায়ক গোলাম মোস্তফা চাঁদ, সদস্য সচিব রেজাউল করিম, নাটোর জেলার আহবায়ক রিয়াজুল হক মমিন ও সদস্য সচিব শফিকুল ইসলাম।