আহত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মুনসুর রহমান জানান, চিকিৎসার কারণে এবং পরিবারের সাথে আলোচনার পর থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার সময় ফাঁকা এলাকা হওয়ায় কেউ প্রতক্ষদর্শি নেই। তাদের মুখে মাস্ক থাকায় আহত মাছ ব্যবসায়ীও তাদের চিনতে পারেনি। তবে সিসি ক্যামেরা ফুটেজ আশেপাশে থাকলে তা দেখে সনাক্ত করার চেষ্টা করবো। তাছাড়া এই ঘটনার তদন্তে কোন ত্রুটি থাকবে না বলে জানান এই কর্মকর্তা।
