রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার

শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার

রাজশাহী বিভাগের ৬টি আসনে থাকা বিএনপির আটজন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহিষ্কৃত আটজন হলেন- রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসফা খায়রুল হক শিমুল, একই আসনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম, নওগাঁ-৩ আসনের প্রার্থী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকি জনি, নাটোর-১ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, একই আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পাবনা-৩ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

এদের মধ্যে ইয়াসির আরশাদ রাজন বিএনপি সরকারের প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে। নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তার মেয়ে ফারজানা শারমীন পুতুল। মনোনয়ন না পেয়ে তার ভাই ইয়াসির আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টার ১০ মিনিট পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান। তবে সময় শেষ হওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি।

বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরে সংবাদ সম্মেলন করে রাজন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে বোন ফারজানা শারমীন পুতুলকে সমর্থন দেন তিনি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর