আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর থেকেই রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালানো শুরু করেছেন। তবে এবার এই আসনে কিছুটা ব্যাতিক্রমী চমক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।
শনিবার দিনব্যাপী সংসদীয় এলাকার পুঠিয়া উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে ব্যাতিক্রমী চমক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।
এদিন মাওলানা মনজুর রহমান উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর খবিরের মোড়, চক দুর্লভপুর, কৈপুকুরিয়া, ফুলবাড়ি বাজার, মোহনপুরসহ বিভিন্ন গ্রাম, মহল্লা ও হাটবাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জামায়াতে ইসলামীর সাংসদ প্রার্থী মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দোয়া ও সমর্থনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে চমকপ্রদ কিছু উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।