আশিক,বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার সময় উপজেলার বিভিন্ন এলাকায় এ জনসংযোগ কার্যক্রম শুরু হয়। বাগমারা উপজেলার মচমইল বাজার ও মুগাইপাড়া বাজারে ডা. আলমগীর হোসেনের নেতৃত্বে এ জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ডা. আ: বারীর নির্বাচনী বার্তা তুলে ধরেন। জনসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জনসংযোগকালে নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান। জনসংযোগকালে এরা উপস্থিত ছিলেন— বাগমারার কৃতিসন্তান শিশু সার্জারি বিশেষজ্ঞ ও পশ্চিম বাগমারার জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক ডা. আলমগীর হোসেন, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়নের আমির আল-আমিন, শুভডাঙ্গা ইউনিয়নের আমির মাওলানা সাহার আলী, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহাবুর রহমান, হাটগাঙ্গোপাড়া ওয়ার্ডের আমির সাইফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পশ্চিম বাগমারা ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেন, শুভডাঙ্গা ইউনিয়নের টিম সদস্য ও রুকন আ. জলিল এবং জামায়াতে ইসলামীর রুকন ও স্মার্ট টিম সদস্য রাসেল, গোলাম মোস্তফা ও আ. জব্বার শেখ। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়েই তারা নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।