আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একযোগে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সভাও করেছে বিজিবি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় একটি বিস্তৃত, সমন্বিত ও ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যাতে ভোটগ্রহণের আগে ও পরে যেকোনো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
কর্নেল কামাল হোসেন জানান, রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় রয়েছে ৭টি জেলা, ৬২টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন, যার অন্তর্ভুক্ত মোট ৩৭টি সংসদীয় আসন।এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেক্টরের অধীন ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে। এসব ইউনিট সার্বক্ষণিক টহল, চেকপোস্ট পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযানে অংশ নেবে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাজশাহী সেক্টরের আওতাধীন ৭৬টি বর্ডার আউট পোস্টে প্রতিটিতে ১০ জন করে অতিরিক্ত স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বাড়ানো হয়েছে।নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি, সহিংসতা বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সেক্টর কমান্ডার।
তিনি বলেন, প্রয়োজনে কুইক রেসপন্স ফোর্স খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে আগাম তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যায়।সংবাদ সম্মেলন শেষে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নির্বাচনী সময় দায়িত্ব পালনের প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা ও সমন্বিত অভিযান পরিচালনার কৌশল প্রদর্শন করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে।