সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ১

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ ৪জুন বৃহস্পতিবার বিকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন সৈকাদী এলাকা হতে  মাদক ব্যবসায়ী (১) মোঃ কামাল হোসেন (২৫) কে পঞ্চাশ (৫০) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী কামাল সৈকাদী গ্রামের মৃত- নুরুল ইসলামের ছেলে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য – ১৫,০০০ টাকা। আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল বলে জানায় পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর