শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পলাশে ৯ বছরের শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মাসুদ খান (পলাশ) নরসিংদীঃ  নরসিংদী জেলার পলাশ উপজেলায় ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের ভাগ্যে পাড়া গ্রামে ঘটেছে এক অমানবিক ঘটনা। ৯ বছরের ছেলে শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতবুধবার সকাল ১১.৩০ ঘটিকায় ভাগ্যের পাড়া গ্রামের ইসাক মিয়ার ছেলে সিয়াম কে, অভিনব কায়দায় একই গ্রামের মিলন মিয়ার ছেলে সাকিব নামের অটোরিক্সা চালক দড়িহাওলা পাড়া গ্রামে মসজিদের পাশে নিয়ে গিয়ে কোমড়ে হাত বেধেঁ এবং রিক্সার পিছনে বেধেঁ পাকা রাস্তা দিয়ে চালিয়ে যাওয়ার সময় কিছুদূর যাওয়ার পর শিশুটি চিৎকার কর ওঠলে এলাকাবাসী এসে সিয়াম কে উদ্দার করে। তার বাবা মা ছেলেকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। শিশুটি হাতে এবং পায়ে মারাত্মক ভাবে জগহম হয় নির্যাতনকারী সাকিবের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। সিয়ামের বাবা ছেলে কে নির্যাতনের জন্য পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে পলাশ থানায় তদন্ত কর্মকর্তা আলমগীর জানান এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর