রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন আজ

ডেস্ক নিউজ : নতুন অর্থবছরের (২০২০-২০২১) বাজেট অনুমোদন করা হবে আজ সোমবার। সংসদ ভবনে অনুষ্ঠিতব্য সংসদ সচিবালয়ের ৩১ তম কমিশন বৈঠকে এর অনুমোদন দেওয়া হবে।

এতে সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন কমিশন সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, কমিশনের বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ের জন্য আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছিল।

এই বিভাগের আরো খবর