বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় যুক্তরাষ্ট্রে শিশুর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক বছরেরও কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের কারণে এটিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ মৃত্যু। শিশুটি কোথায় এবং কীভাবে আক্রান্ত হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এনগজি ইজাইক ইলিনয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান সিএনএনকে বলেন, ‘এর আগে এত কম বয়সী শিশু করোনায় মারা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ ইলিনয় অঙ্গরাজ্যে এখন পর্যন্ত তিন হাজার ৪৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৪৭ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ৪৩ জনের অবস্থা গুরুতর।

এই বিভাগের আরো খবর