শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবারও জিডিপির লক্ষ্যমাত্রা ৮.২%

ডেস্ক নিউজ : করোনার মহামারীর সঙ্কটকালে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির ৮.২ শতাংশের বড় লক্ষ্যমাত্রা ঠিক করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। যা বাস্তবায়ন করতে গেলে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ঋণের ওপর নির্ভর করতে হবে।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশ অর্জন করা বাংলাদেশ চলতি অর্থবছরে (২০১৯-২০) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮.২ শতাংশ। কিন্তু মহামারী করোনার প্রভাবে তা বড় ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমরা পুরোপুরি আত্মপ্রত্যয়ী ছিলাম যে, এ বছর আমাদের অর্থনীতিতে সেরা প্রবৃদ্ধিটি উপহার দিতে পারব। আমাদের ইপ্সিত লক্ষ্যমাত্রাটি ছিল ৮.২ থেকে ৮.৩ শতাংশ। কিন্তু করোনার প্রভাব সারাবিশ্বের অর্থনীতির হিসাব-নিকাশকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছে।

 

এই বিভাগের আরো খবর