মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি ফিরেছেন

ডেস্ক নিউজ : করোনার কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার যাত্রী রয়েছেন। সব বাংলাদেশিদের নিয়ে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ১৫১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে একটি বিশেষ ফ্লাইট। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

এই বিভাগের আরো খবর