বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আনোয়ারার ভাইয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক : কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেত্রী আনোয়ারার এক মাত্র ভাই হুমায়ূন কবির মারা গেছেন। গতকাল শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান বলে আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি নিশ্চিত করেছেন।

হুমায়ূন রাজধানীর মগবাজারের বাসিন্দা। গেল সপ্তাহে তিনি করোনা পজেটিভ হন। এরপর হাসপাতালে ভর্তি হন। রুমানা রাব্বানী বলেন, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে ম ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

এর কয়েক বছর আগে হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এবং তিনি  ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বলে জানান রুমানা রাব্বানি। রুমানা বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যুতে তার মা (আনোয়ারা) ভেঙ্গে পড়েছেন।’ পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির।

এই বিভাগের আরো খবর