বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৮৬৫ জনের মৃত্যু

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৯০০ জনে দাঁড়ালো। । এটাই দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে মৃত্ যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আট লাখ ৩৮ হাজার ৬১ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৬ হাজার ১৭১ জন।

এই বিভাগের আরো খবর