বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে কূপে পড়ে হোটেল শ্রমিকের মৃত্যু

হিলি প্রতিনিধিঃ ঘোড়াঘাটে পরিত্যক্ত কুপ (কুয়ায়) মধ্যে পড়ে গিয়ে মতিয়ার রহমান মতি (৩৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বৃষ্টির মধ্যে রহমানিয়া হোটেল কর্মচারী মতিয়ার রহমান মতি অন্ধকারে হোটেলের পাশে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কুপ (কুয়ার) ঢাকনা ভেঙ্গে ভিতরে পড়ে যায়। তার চিৎকার শুনে হোটেলের অন্যান্য কর্মচারীরা পরিত্যক্ত কুপ (কুয়ায়) থেকে মতি কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ ওসি আমিরুল ইসলাম জানান, আম কুড়াতে গিয়ে কুপের ঢাকনা ভেঙ্গে হোটেল শ্রমিক মতিয়ার রহমান মারা গেছে। তার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় লাশটি আজ সকালে জানাজা শেষে দাফন সম্পন হয়েছে।

নিহত ব্যক্তির বাড়ি উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের সামছুল ইসলামের পুত্র মতিয়ার রহমান মতি।

এই বিভাগের আরো খবর