বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুই জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত উপজেলার বৈগ্রাম ও ধরন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান,মাদক বেচা-কেনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বৈগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রাহনুল নামের একজনকে ২০ বোতল ফেনসিডিল ও ধরন্দায় এলাকায় অভিযান চালিয়ে আলম নামের আরো একজনকে ২৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দ্বায়েরপূর্বক আদালতের প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বৈগ্রাম গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রাহানুর ইসলাম (৩২) এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের খালেকের ছেলে আলম (৩০)।

এই বিভাগের আরো খবর