শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় বৃহস্পতিবার (১৮জুন) বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সমাজকে সুন্দর রাখতে শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় নানামুখী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকায় থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজন “বিট পুলিশিং” উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নকলা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ছিনতাই ইত্যাদি অপরাধমুলক কর্মতৎপরতা রুখতে পুলিশের গৃহীত নানা ধরনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম “বিট পুলিশিং” কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকী, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোস্তাফিজুর রহমানসহ সুশীল সমাজের সুধীজন ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মোস্তাফিজুর রহমান প্রতিবেদককে জানান, আমরা বিট পুলিশিং এর উঠান বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের সামাজিক সমস্যাগুলো সমাধান করে দিতে পারতেছি।কয়েকদিনের উল্লেখ্য যোগ্য কর্মকান্ডগুলো হলো, মেহেদী ডাঙ্গা বিল নিয়ে থাকা দীর্ঘদিনের দন্দ্বটি নিরসন করতে পেরেছি। ব্যবসায়ী নয়নের দেনা-পাওনা নিয়ে সমস্যার সমাধান, জামেলা বেগমের জমিজমা নিয়ে দ্বন্দের সমস্যাও বিট পুলিশিং এর উঠান বৈঠকের মাধ্যমে সমাধান করতে পেরেছি।
ওসি মো. আলমগীর হোসেন শাহ বলেন, প্রাথমিক পর্যায়ে চন্দ্রকোনা ইউনিয়নকে মনোনিত করেছি।“বিট পুলিশিং” উঠান বৈঠক ফলপ্রসূ হচ্ছে। গ্রামের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম চলবে।

এই বিভাগের আরো খবর