মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনাকাঙ্ক্ষিত বন্যায় গোয়ালকান্দি ইউপির পাটচাষীরা ক্ষতিগ্রস্থ

জীবন বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ও কৃষিপ্রধান ইউনিয়ন গোয়ালকান্দি।
গোয়ালকান্দি জশের বিল, উদপাড়া বিল এবং দু বিলায় অনেক পরিমাণ সোনালি আঁশ পাট চাষ হয়েছে।
বর্তমানে গোয়ালকান্দি জশের বিল, উদপাড়া বিল ও দু বিলায় প্রচুর পরিমাণে অনাকাঙ্ক্ষিত বন্যার জলে ভেসে যাচ্ছে পাট গাছ।
অনাকাঙ্ক্ষিত বন্যায় অনেক কৃষকের পাট গাছ তলিয়ে গেছে।
বর্তমানে বন্যার পানির গতি অনেক এজন্য কৃষকরা মনে করছে আমাদের অনেক ক্ষতি হবে ও অনেক কৃষবের পাট বন্যায় তলিয়ে যাবে।
আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হব।
কৃষকরা আরো বলেন গোয়ালকান্দি জশের বিলে অবৈধভাবে অনেক দীঘি খননের জন্য এই বন্যায় অনেক পানির চাপের সৃষ্টি হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা কৃষদেরকে পাট চাষ করার জন্য উদ্ভুদ্ধ করেছিলাম এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের পাট বীজ দিয়েছিলাম।
পাট গাছ অনেক ভালো হয়েছিলো কিন্তু অনাকাঙ্ক্ষিত বন্যার কারনে কৃষকরা পাট চাষ করে অনেক ক্ষতিগ্রস্থ হবো।

এই বিভাগের আরো খবর