শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল কিনে না দেওয়ায় তাহেরপুর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

জীবন বাগমারা প্রতিনিধিঃ তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়াড় হরিফলা মহল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে ৬ষ্ঠ শ্রেণীর এক মানসিক সমস্যার ছাত্র আত্মহত্যা করেছে। রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়াড় হরিফলা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ঔ ছাত্রের নাম মানিক (১৪) সে হরিফলা মহল্লার মুরশেদ এর ছেলে,নিহত ছাত্র তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়তেন।

পরিবার ও স্হানীয়রা জানান কয়েক দিন হতে দামি মোবাইল কেনার বায়না ধরে মানিক, বাবা মুরশেদ ভ্যান চালক,করোনা ভাইরাস এর কারনে আয় রোজকার কম হওয়ায় এমনিতে খুব কষ্টে দিন যাচ্ছে পরিবারের।
তাও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কয়েক দিন পর গরু বিক্রি করে ভালো মোবাইল কিনে দিবে বলে প্রতিশ্রুতি দেন তিনি,কিন্তুু অর্থ সংকটে মোবাইল কিনে দিতে দেরি হওয়ায় অভিমান করে রোববার সকালে তার নিজ সোবার ঘরে তিরের সাথে গলায় ওরনা পেছিয়ে আত্মহত্যা করে।
মা সকালে রান্না করে খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তিরের সাথে ঝুলতে দেখে চিৎকার করে
পরে পরিবারে লোকজন এসে তাড়াতাড়ি নামিয়ে চিৎস্যার জন্য নিয়ে গেলে পথে মধ্য মৃত্যু ঘটে।
এলাকার লোকজন আরো জানান,মানিক মানসিক সমস্যা ছিল তার জেদ অতিরিক্ত হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন।
এবিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন সুষ্ঠ তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর