শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ

সোহেল রানা,হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ ৮ পিচ ইয়াবা ও একটি বাজাজ সিটি-১০০ মোটরসাইকেলসহ মাহাবুব আলম রতন (৩৫) নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ৯ টা সময় উপজেলার খট্টামাধব পাড়া ইউনিয়নের মাধবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান,সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে একটি চক্র দেশের অভ্যন্তরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল উপজেলার মাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল অভিনব কায়দায় রাখা ৭শ ৮০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।এসময় মাদক বহন করায় মোটরসাইকেলটিকে জব্দ দেখানো হয়।
আটককৃত মাহাবুব আলম রতন হলেন,দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর