বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় করোনা আক্রান্ত ৪৫ জনের মধ্যে ৪০ জন সুস্থ্য

ষ্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় করোনা আক্রান্ত ৪৫ জনের মধ্যে এর আগে ৩০ জন সুস্থ্য হয়ে বাড়ি চলে গেছেন ও ১জন মৃত্যু বরণ করেছেন। আইসোলেশনে থাকা বাকী ১৪ জনের মধ্যে আরও নতুন করে ১০ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আজ শনিবার সকাল সারে এগারটায় এদের ছাড়পত্র প্রাদান করা হয়।
ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ মজিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের ইনচার্জ, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবু কাউছার ছিদ্দিকী (বিদ্যুৎ), আইএমসিআই বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রিয়াদ হাসান ও নাজলী সুলতানা।
আজ যাদের ছাড়পত্র প্রদান করা হলো তারা হলেন, নারায়নখোলা এলাকার নৌমি, কাজাইকাটা গ্রামের সেনা সদস্য জাহিদুল আলম, বিবিরচর গ্রামের সুরেশ রবিদাশ, গৌড়দার গ্রামের উজ্জ্বল মিয়া, সমাজ সেবা অফিসের এস এম মোফাখারুল আলম ও হারুনুর রশিদ, নকলা বাজারের কৃষ্ণ কান্তি রায়, কামারপট্রি (গ্রীনরোড) এলাকার তুহিন, রফিকুল ইসলাম খান ও শ্যামল কর্মকার।

এই বিভাগের আরো খবর