শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুপ্রেরণা যোগাতে হরিপুরে ক্লাবে নগদ অর্থ ও খেলার সামগ্রী বিতরন করেছেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ক্লাব পর্যায়ের যুবকদের অনুপ্রেরণা যোগাতে নিয়মিত খেলার সামগ্রী বিতরন করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

তিনি আজ ২৭/০৬/২০২০ শনিবার বিকাল পাঁচটায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহারি উজ্জ্বল সংঘ উন্নয়নের জন্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ ২০,০০০ হাজার টাকা অনুদান প্রদান এবং সন্ধ্যা ৬টায় জাদুরানি বাজারে হরিপুর উপজেলার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।।

এ সময় মাজহারুল ইসলাম সুজন বলেন, আমরা যুবকদের অনুপ্রেরনা যোগাতে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে নিতে চাই বলেই নিয়মিতভাবে খেলার সামগ্রী বিতরণ করে আসছি। আর খেলাধুলায় মনযোগী হলে যুবকরা নিশ্চই ভাল অবস্থানে যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরো খবর