বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শেরপু প্রতিনিধি: শেরপুরের নকলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে রিফাত নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শেরপুর নকলা মহাসড়কের জালালপুর নামক স্থানে এই র্দুঘটনা ঘটে। নিহত রিফাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সংচুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, নিহত রিফাত শেরপুরে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। নানার বাড়ি থেকে ফুলপুর যাওয়ার পথে নকলার জালালপুর এলাকায় শেরপুরগামী বাসের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সৌরভ কুমার সরকার মৃত বলে ঘোষণা করে।

নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মহাসড়কের জালালপুর নামক স্থানে সংঘর্ষ হয়। এতে মোটরসাইল আরোহী নিহত হয়। এ ঘটনায় বাস এবং বাস চালক আটক আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে ।

এই বিভাগের আরো খবর