শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৮১ কেজি গাঁজা সহ নওগাঁর মান্দায় আটক ২

রহিদুল ইসলাম রাইপ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্্যাব ৫, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা। রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহনের কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১২-৫৪৫২) ৩টি মোবাইল সেট, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৯) এবং একই জেলার বিপাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩০)।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, RAB আটককৃতদের মান্দা থানায় সোপার্দ করেছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর