বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় হোম কোয়ারান্টাইনে থাকা পরিবারের পাশে দাড়ালেন যুবলীগ নেতা ওবায়দুর

বিশেষ প্রতিনিধি, রায়হান ইসলাম: করোনা ভাইরাসের কারনে আতংকিত পুরো বাংলাদেশ। সারা দেশের মত করোনা রোধে রাজশাহীতে চলছে লক ডাউন। বাহির থেকে আসলেই বাধ্যতা মুলক থাকতে হচ্ছে হোম কোয়ারান্টাইনে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে গাজিপুর থেকে বাড়ি ফিরে আসে এক ব্যক্তি। বাড়ি আসার পরে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাকে হোম কোয়ারান্টাইন থাকতে বলা হয়। আর এতে চরম বিপাকে পড়ে পরিবারটি।

এ দু:সময়ে তাদের পাশে দাড়ান রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান। তার নিজ উদ্যেগে ওই পরিবারের সদস্যদের জন্য ২০দিনের চাউল, ডাউল, অাটা, মুরগী, মাছ, ডিম সহ বিভিন্ন সবজি, লবণ, সাবান এবং হ্যান্ডওয়াশ নিয়ে হাজির হোন তাদের বাড়িতে। এসময় তাকে দেখে আবেগ আপ্লুত হন ওই পরিবারের সদস্যরা।

এসময় যুবলীগ নেতা ওবাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের বাংলাদেশকে রক্ষা করার জন্য দেশের এ কঠিন অবস্থায় আমাদের সবার উচিত যে যার অবস্থানে থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। গরীব-দুস্হদের পাশাপাশি যারা কোয়ারেন্টিনে থাকবেন তাদের সকলের জন্য অামার এ সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর