শনিবার, ২৮শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের উদ্যেগে বৃক্ষরোপণ

শেরপুর প্রতিনিধি: “গাছ মানুষের পরম বন্ধু, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”; “আমাদের রোপিত গাছ মুজিববর্ষকে রাঙিয়ে তুলবে, করোনা উত্তর বাংলাদেশকে সাজিয়ে তুলবে” -এ শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১লা জুলাই) দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যেগে শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইনুল হাসান এর সঞ্চালনায় এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস মোহাম্মদ চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর