শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে ফেন্সিডিলসহ তিন যুবক আটক

হিলি প্রতিনিধিঃ- হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হরেকৃষ্টপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান,মাদক-বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল উপজেলার হরেকৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দ্বায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন,দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সরঞ্জাগাড়ী এলাকার ছলিম উদ্দিনের ছেলে আলী হোসেন বাবু (২৭),মতিউর রহমানের ছেলে মোক্তারুল ইসলাম (২৭) ও সাতকুড়ি এলাকার খলিলের ছেলে সাহাজুল ইসলাম স্বাধীন (২৫)।

 

এই বিভাগের আরো খবর