শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের বিরামপুর শাখা লকডাউন

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের বিরামপুর ইসলামী ব্যাংক শাখার ১১ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ব্যাংকটি পুরোপুরি ১৪ দিন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ব্যাংকের শাখাটি লকডাউন ঘোষণা করেন।

তিনি আরো জানান,বিরামপুর উপজেলার ইসলামী ব্যাংক শাখার ১১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ায় ব্যাংক গ্রাহক এবং স্থানীয়দের কথা চিন্তা করে আগামী ১৪ দিন ব্যাংকটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকা অবস্থায় ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে বলেও জানান তিনি।

 

এই বিভাগের আরো খবর