শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন,  ‘তাকে তো এমনিই দেখতে পাই, চোখ বন্ধ করলেই দেখতে পাই…..’ কাকে দেখতে পান সে কথা বলেননি। তবে প্রিয় মানুষ ছাড়া আর কাকেই বা লিখবেন? করোনাকালীন অবসর সময়ের বেশ ক’টি ছবি শেয়ার করে করেছেন ‘অগ্নি’ খ্যাত এই অভিনেত্রী। ছবির অভিব্যক্তি বলে দেয় কি নিদারুণ অবসরে শূন্যতা, মুঠোফোনে আঙ্গুলের স্পর্শে তৈরি হয় একেকটি শব্দ, চলে শব্দমালার কথোপকথন।     

মাহি লিখেছেন, যে থাকে মনের এতোটা গভীরে,  চোখজোড়া বন্ধ করে চাইলেই যে আমার পাশে এসে বসে, গাল ধরে টানে, আমার চুলে তেল দিয়ে দেয়, ভয়ংকর মন খারাপের সময় যে তার অদৃশ্য কাঁধটা এগিয়ে দেয় মাথা রাখার জন্য। জীবনের অনেক কঠিন রাস্তায় একা হাঁটার সময় যার তর্জনী আঙুলটা চাইলেই আমি শক্ত করে ধরতে পারি তাকে স্বশরীরে সামনে বসিয়ে দেখাটাকি খুব জরুরি?’খুব আলাদা করেই লিখলেন, ‘তাকে তো এমনিই দেখতে পাই , চোখ বন্ধ করলেই দেখতে পাই…’

এই বিভাগের আরো খবর