আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তুরস্কে ২০ সৌদি সন্দেহভাজনের বিচার তাদের অনুপস্থিতিতেই শুরু হয়েছে। আসামিদের মধ্যে সৌদি সিংহাসনের উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক দুই সহকারীও আছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তানবুলে তাদের এই বিচার শুরু হয়। সৌদি শাসকদের ঘরের লোক বলে পরিচিত খাশোগি পরবর্তী সময় দেশটির সরকারের কড়া সমালোচকে পরিণত হন। তিনি দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন।
২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের কাগজপত্র আনতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গেলে তাকে নির্মমভাবে হত্যা করে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও নির্মমভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। কৌঁসুলিরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আসিরি ও রাজকীয় আদালতের মিডিয়া জার সাউদ আল কাহতানি এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে বলে তুরস্কের দাবি।