বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ মোতায়েনের পর হিলি পোর্টের প্রবেশ পথে বন্ধ হলো চাঁদাবাজি

হিলি প্রতিনিধিঃ হিলি পানামা পোর্ট ১নং গেইটে ট্রাক মালিকসহ বিভিন্ন সংগঠনের নামের অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) সকাল থেকে স্থলবন্দরের প্রবেশ পথের ১নং গেটে পুলিশের একটি দল অবস্থান নেয়।

এদিকে পুলিশের অবস্থানের পর থেকেই কোন প্রকার রশিদ ছাড়াই বন্দরে প্রবেশ করছে পণ্য নিতে আসা বাংলা ট্রাক।পুলিশের এমন উদ্দ্যেগে খুশি ট্রাক-চালক ও স্থানীয় ব্যবসায়ী মহল।

এদিকে অবৈধভাবে টাকা উত্তোলনের কথা অস্বীকার করে ট্রাক মালিক গ্রুপের সভাপতি বলেন এখানে কোন চাঁদাবাজি করা হয়।তবে পুলিশের এমন উদ্দ্যেগে এদিকে যেমন যানজট কমবে অন্যদিকে বন্দর থেকে দ্রুত গতিতে পণ্য ছাড়করণ করা সম্ভব হবে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান,যানজট নিরসন ও অনিয়ম বন্ধ করতে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে গেইটে অবস্থান করছেন বলে জানান পুলিশের সদস্যরা।

তবে স্থানীয় এক ব্যবসায়ী জানান,প্রতিদিন এই বন্দরে ৩শ অধিক বাংলা ট্রাক পণ্য নিতে আসে। আর এসব ট্রাকের চালকের কাছ থেকে বিভিন্ন সংগঠনের নামে নেওয়ায় হয় ১৩শ ৫০ টাকা প্রতি ট্রাকে।

 

এই বিভাগের আরো খবর