রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা প্রশাসককে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসনের বিদায়ী শুভেচ্ছা

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় গাংনী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার সাড়ে ৫টায় বিকেলে গাংনী উপজেলার সভাকক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আতাউল গনিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী উপজেলাসহকারী ভূমি কমিশনার মোঃইয়ানুর রহমান,কৃষি অফিসার একেএম সাহাবুদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,গাংনী থানার ওসি ওবাইদুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন,মেহেরপুর ০২(গাংনী)মোঃসাহিদুজ্জান খোকন,মেহেরপুর ০২(গাংনী)আসনের সাবেক সংসদ সদস্য জনাব মকুল হোসেন, মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.রাশেদুল হক জুয়েল,গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার মেয়র মোঃ আশরাফুল ইসলাম,০৫নং মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,গাংনী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর