মো: আল- ফেরদৌস (রানা) ঠাকুরগাঁওঃ মরণ ভাইরাস করোনার ভয়ংকর ছোবলে বিশ্বজুড়ে মানুষ এখন ভীত সন্ত্রস্ত। এর ত্রাহি রূপ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পুরো পৃথিবীকে। উদ্ভূত এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা এড়াতে বিশ্বের অধিকাংশ দেশকে লকডাউনের আওতায় আনা হয়েছে তবে বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। গত ২৬ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা। শিল্পকারখানা, ইটের ভাটায় চলছে ছুটি। সব গণজমায়েত নিষিদ্ধ। এ ছাড়া গণপরিবহন বন্ধ, যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। কমেছে মানুষের আনাগোনা। সমগ্র বিশ্ব করোনার আক্রমণে পর্যুদস্ত, অনিশ্চয়তার মধ্য দিয়েই কেটে যাচ্ছে একেকটা দিন। তবে এরই মধ্যে নিরুদ্বিগ্ন প্রকৃতি একের পর এক নিদর্শন দেখিয়েই চলেছে। জীববৈচিত্র্যে ভরপুর আমাদের বাংলাদেশ। তবে মানুষের স্বভাবগত স্বার্থের কারণে আজ তা বিঘ্নিত এবং অরক্ষিত। যেখানে মানবকেন্দ্রিক ব্যবহার না করে ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ এটা হওয়া উচিত, সেখানে আমরা প্রতিনিয়ত পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করেই চলেছি। প্রকারান্তরে আমরা নিজেরা নিজেদেরই হুমকির মুখে ফেলে দিচ্ছি। যে আঁধার আমাদের ঘিরে ধরেছে তা একদিন কেটে যাবেই, ইনশা আল্লাহ। তবে আমাদের চাপে প্রকৃতি আবার যেন প্রাণ হারিয়ে না ফেলে, সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। যেহেতু সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশগত উৎকর্ষ সাধনের বিকল্প নেই, সেহেতু টেকসই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে পরিবেশেগত উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর কামনা করছি। ইতিমধ্যেই উন্নয়ন থেমে নেই আলহাজ্ব দবিরুল ইসলাম এম, পি মহোদয় এর ঠাকুরগাঁও ২ আসন, তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার এম,পি মহোদয় এর পূত্র মোঃ মাজহারুল ইসলাম (সুজন) সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ আওয়ামী লীগ । ২৪/০৪/২০২০ বিকাল ৪টায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে চাড়োল ইউনিয়নের দোগাছি পানিশালা ঈদগাহ মিনার নির্মাণের জন্য নগদ ২০,০০০ টাকা, লাহিড়ী ছোটসিংহিয়া জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ২০,০০০ টাকা এবং চাড়োল পুরাতন জামে মসজিদর উন্নয়নের জন্য নগদ ২০,০০০হাজার টাকা প্রদান করেন ।