বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

হিলি প্রতিনিধিঃ- হিলিতে মৃত মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রাজ্জাকের পরিবারের কাছে একটি ঘরের চাবি হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আজ বুধবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী সফুরা বেওয়ার হাতে চাবি হস্তান্তর করেন খোলাহাটি ক্যান্টমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রহমান সিদ্দিকি।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে সফুরা বেওয়া জানান,সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটি টিন সেটের বাড়ি দিয়েছে আমাকে।এতে সন্তানদের নিয়ে সেই ঘরে বসবাস করতে পারবো।

এদিকে খোলাহাটি ক্যান্টমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রহমান সিদ্দিকি জানান,বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে গৃহহীন মুক্তিযোদ্ধা সেনা সদস্য পরিবারের জীবনযাত্রা মানউন্নয়নের এই গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়িত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় আজকে হিলিতে ৫ লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সেনা সদস্য মৃত আব্দুর রাজ্জাকের পরিবারকে একটি ঘর দেওয়া হয়।

 

এই বিভাগের আরো খবর