শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমান থেকে ফিরলেন ২৮৮ প্রবাসী

নিউজ ডেস্কঃ করোনা সংকটের মধ্যেই ওমান থেকে দেশে ফিরেছেন ২৮৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। শুক্রবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পরে বিমানবন্দরে তাদের মেডিকেল চেকআপ হয়।

মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশি শ্রমিকদের এটি দ্বিতীয় ফ্লাইট। এর আগে সৌদি আরব থেকে ১৫ এপ্রিল ৩৬৬ বাংলাদেশি ফিরে আসেন।

সংশ্লিষ্টরা জানান, যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হয়েছে। আর যাদের নেই তাদের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্যবস্থাপনায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ওআইসির কার্যনির্বাহী কমিটির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রবাসীদের চাকরিতে রাখার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর