শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহারা খাতুনের মৃত্যুতে তাহেরপুর পৌর মেয়রের শোক প্রকাশ

জীবন বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

শোক বার্তায় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের যে ক্ষতি হলো, তা অপূরণীয়। আওয়ামী লীগে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট সাহারা খাতুন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই বিভাগের আরো খবর