শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন কামরুল আশরাফ খান

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার ২৫ হাজার দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছে নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের পক্ষ থেকে উপজেলার ২৫ হাজার দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেন কামরুল আশরাফ খান পোটনের মা ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। এসময় যুবলীগ নেতা আল-মুজাহিদ হোসেন তুষার জানান, পলাশের সাবেক এমপির পক্ষ থেকে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদী-২ আসনের দরিদ্র ২৫ হাজার পরিবারে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছি। যতদিন দেশে করোনা সংকট থাকবে, ততদিন দরিদ্র পরিবারে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর