মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনামুক্ত হলেন চাঁদপুরের এসপি মাহবুবুর রহমান

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান করোনাভাইরাস মুক্ত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার নিজেই। তিনি ফেইজবুক এক স্ট্যাটাসে উল্লেখ করেন, করোনা পজেটিভ হয়ে আমি গত ৩০ জুন সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হই এবং আজ ১২ জুলাই করোনা নেগেটিভ হওয়ায় রিলিজ লেটার পেয়েছি।

এসপি পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্তি পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এসপি স্যারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ভালো আছেন।

উল্লেখ্য, করোনাকালে পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণরোধে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গত ৩০ জুন তিনি করোনা আক্রান্ত হয়ে সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হন। পুলিশ সুপার করোনা পজেটিভ রিপোর্ট আসার দু’ দিন আগে নমুনা দেন।

 

এই বিভাগের আরো খবর