রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে যাত্রা শুরু করলো সেচ্ছাসেবী পরিবর্তন যুব সংঘ

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফিতা কেটে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পরিবর্তন যুব সংঘ ।  সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ দুর্গাপুর থানা ওসি খুরশিদা বানু (কণা) ওসি তদন্ত মাহমুদুল হাসান উপস্থিতে কার্যালয়ের উদ্বোধন করেন ।  এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” স্লোগানকে সামনে আমাদের পথ চলা শুরু।
করো না পরিস্থিতি মোকাবেলায় আমরা সকল ছাত্র সমাজ একত্রিত হয়েছে মানবতার কল্যাণে । যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সমাজের পাশে দাঁড়াতে চাই, সকলে আমাদের সহযোগিতা করবেন ।
উদ্বোধনী বক্তব্যে ওসি বলেন, সমাজ পরিবর্তনে যুব সমাজের গুরুত্ব অনেক, সুন্দর যুব সমাজ গঠনের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে পারি আমরা। এই সংগঠনের যুবকেরা নিজেদের পরিবর্তন করে সমাজ পরিবর্তনে অংশ নেবে সেটাই আমার আশা । এই সংগঠনের প্রতি শুভকামনা ও সহযোগিতা সব সময় থাকবে।
সুশীল সমাজের পক্ষ থেকে ধরমপুর কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বলেন,সংগঠনের সকলের প্রতি শুভকামনা। তোমরাই পারবে সমাজটাকে পরিবর্তন করতে।
দুর্গাপুরের সকল স্তরের মানুষ এই সংগঠন কে স্বাগত জানিয়েছে । যুব সমাজ নেতৃত্ব দিয়ে সমাজ পরিবর্তন করবে এটাই সবার কাম্য।

এই বিভাগের আরো খবর