রাব্বি আহমেদ,মেহেরপুরঃমেহেরপুরের গাংনীতে আরো ১জন করোনা আক্রান্ত হয়েছে। সোমবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম। আক্রান্ত ব্যক্তি কুষ্টিয়া আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত তার বাড়ি তেঁতুলবাড়িয়া ইউপির সহড়াতলা গ্রামে। এদিকে মেহেরপুর সদরে ২ ও মুজিবনগরে আরো ১জন করোনা আক্রান্ত হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান,করোনা আক্রান্ত ব্যক্তি তার বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নেবেন। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হবে। করোনায় আতংকি না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ১৪টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে এর মধ্যে ৪জন করোনা পজেটিভ। এর মধ্যে মেহেরপুর সদরে ২,গাংনীতে ১ও মুজিবনগরে ১জন করোনা আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১শ’৮জন। সুস্থ্য ৬৩জন। মৃত্যু ৬জন।