শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছে জনতা

রাব্বি আহমেদ,মেহেরপুরঃমেহেরপুরের শহরের হোটেল বাজারস্থ শ্যামলী পরিবহন কাউন্টার থেকে ১৩১ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। সোমবার রাত নয়টার দিকে এঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম। বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামে। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বর্তমানে সে মেহেরপুর জেলা ডিবি পুলিশ হেফাজতে রয়েছে।

জেলা ডিবি পুলিশ জানায়, আটক মো: বকুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, তরিকুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার থেকে দুটি বস্তায় বিভিন্ন ধরনের সবজিসহ ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়িতে রওনা দেয়। গাড়িটি মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে এসে থামার পর সবজির বস্তা দেখে কাউন্টার মাস্টারের সন্দেহ হয়। এসময় তরিকুল ইসলামকে ডাকাডাকি করলে সে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা তাকে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে তাদের কাছে তাকে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরো খবর