বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রিজেন্ট কলেজ-বিশ্ববিদ্যালয়েও জাল সার্টিফিকেট দিতেন সাহেদ: র‌্যাব

ডেস্ক নিউজ :  সাহেদ রিজেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনেক জাল সার্টিফিকেট দিয়েছেন বলেও জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক আশিক বিল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তিনি বলেছেন, রিজেন্টের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার করতে দেশের সব জায়গায় অভিযান চলছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, প্রতারণার জগতে সাহেদ আইডল। প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সাধারণ মানুষের সঙ্গে ঠকবাজি করে কিভাবে একটা পর্যায়ে আসা যায় তার অনন্য দৃষ্টান্ত সাহেদ।

তিনি আরো বলেন, নতুন করে অনেক অভিযোগই আমাদের কাছে আসছে, সর্বশেষ যে অভিযোগ এসেছে, রিজেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনেক জাল সার্টিফিকেটও দিয়েছেন সাহেদ। এ প্রতারক যাতে পালিয়ে যেতে না পারে এ জন্য সারা দেশসহ সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরো খবর